সংগঠনের সদস্যদের সন্তানদের শিক্ষাবৃত্তি-শিক্ষা উপকরণ দিয়েছে দেশের তথ্যপ্রযুক্তি খাতের সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ৪১ জন প্রাক্-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীকে বৃত্তি-শিক্ষা উপকরণ দিয়েছে সংগঠনটি।