“প্রযুক্তিতে বাংলা: চাওয়া, পাওয়া ও আকাঙ্ক্ষা”
- 11:30 AM
- Virtual
১৯৪৮ থেকে ১৯৫২ ভাষা আন্দোলনের পথ নির্মাণ করেছেন এদেশের ছাত্রজনতা ও বুদ্ধিজীবীরা। বিশেষ করে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে পুলিশের গুলিতে শহীদ হন রফিকউদ্দিন আহমেদ, আবুল বরকত, আবদুস সালাম, আবদুল জব্বার, শফিউর রহমান, অহিউল্লাহ প্রমুখ।ভাষাশহীদরা প্রাণ দিয়ে রক্ষা করেছেন বাংলাভাষার মর্যাদা। বর্তমানে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর প্যারিস অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। এই ঘোষণার মাধ্যমে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাষা আন্দোলন মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়।
ভাষা হল পরস্পরের ভাব প্রকাশের মাধ্যম। এই মাধ্যম এখন আর শুধু মুখে বা কাগজে লিখেই প্রকাশ হয় না। প্রযুক্তির উন্নয়নের ধারাবাহিকতায় কম্পিউটারে, মোবাইলে, ইন্টারনেটে তথ্য প্রকাশের প্রধান মাধ্যম হয়ে উঠেছে ভাষা। এসব মাধ্যমে অন্যান্য ভাষার মাঝে বাংলার অবস্থান কোথায়? আমাদের বাংলা ভাষাভাষীদের চাওয়া-পাওয়ার হিসেব কী মেলে? আকাঙ্ক্ষার পারদও এখন কোন উচ্চতায়? এসব প্রশ্নের উত্তর খুঁজকে একুশের ঠিক প্রাক্কালে প্রযুক্তি বিষয়ক সাংবাদিকদের শীর্ষ সংগঠন টিএমজিবি-র আজকের ওয়েবিনার “প্রযুক্তিতে বাংলা : চাওয়া, পাওয়া ও আকাঙ্ক্ষা”।
Live Preview