00Days00Hrs00Mins00Secs
Mar 21 2021
March 21, 2021

TMGB- র গোলটেবিল আলোচনা: “মুক্তিযুদ্ধ বিষয়ক অনলাইন কনটেন্ট বনাম তথ্যবিভ্রাট ও গুজব বিড়ম্বনা”

  • 11:30 AM
  • Virtual

২১ মার্চ, ২০২১ রবিবার সকাল ১১.৩০ টায় প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন Technology Media Guild Bangladesh (TMGB)-র উদ্যোগে “মুক্তিযুদ্ধ বিষয়ক অনলাইন কনটেন্ট বনাম তথ্যবিভ্রাট ও গুজব বিড়ম্বনা” শীর্ষক গোলটেবিল আলোচনার (জুম মিটিংয়ের মাধ্যমে) আয়োজন করা হয়েছে।


তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক এই আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক কনটেন্ট গবেষক অমি রহমান পিয়াল।
এ ছাড়াও আলোচক প্যানেলে থাকছেন:

* এন এম জিয়াউল আলম পিএএ, সিনিয়র সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

* মোঃ রেজাউল করিম এনডিসি, মহাপরিচালক, ডিজিটাল নিরাপত্তা এজেন্সি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

* লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ, পরিচালক, লিগ্যাল এন্ড মিডিয়া ইউং, র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (RAB)।

* বিকর্ণ কুমার ঘোষ, অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

* সোনিয়া বশির কবির, পরিচালনা পর্ষদের সদস্য ও প্রযুক্তি বিশেষজ্ঞ, টেকনোলজি ব্যাংক, জাতিসংঘ।

* সৈয়দ আলমাস কবীর, সভাপতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

* মো. শাহিদ-উল-মুনীর, সভাপতি, বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস)।

* অধ্যাপক ড. হাফিজ মোহাম্মদ হাসান, সভাপতি, ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার।

* অধ্যাপক ড. লাফিফা জামাল, সভাপতি, বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি (বিডব্লিউআইটি)।

* সুমন আহমেদ সাবির, নির্বাহী কমিটির সদস্য ও পলিসি চেয়ার,  এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপনিক)।

* মুনির হাসান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)

* ড. রুহুল আমিন, সহকারী অধ্যাপক (ডাটা সায়েন্স), কম্পিউটার এবং তথ্য বিজ্ঞান বিভাগ, ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয়, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।

* তৌহিদ হোসেন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ এসোসিয়েশন অব কল সেন্টার এন্ড আউটসোসিং (বাক্কো)।

* মো. ইমদাদুল হক, মহাসচিব, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।

* রেজওয়ানা খান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি (বিডব্লিউআইটি)।

* মোহাম্মদ কাওছার উদ্দীন, সাধারণ সম্পাদক, ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার।

Live Preview