সাংবাদিকতায় এআই’র ব্যবহার: টিএমজিবি ও গিগাবাইটের কমর্শালা
ক.বি.ডেস্ক: সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আজ এক নতুন যুগের সূচনা করেছে। সংবাদ সংগ্রহ থেকে শুরু করে তথ্য যাচাই, লেখা সম্পাদনা ও শিরোনাম তৈরি- সবক্ষেত্রেই এআই এখন সাংবাদিকদের সহায়ক হাতিয়ার। এটি দ্রুত তথ্য বিশ্লেষণ করে পাঠকের আগ্রহ অনুযায়ী কনটেন্ট সাজাতে পারে। এটি মুহূর্তেই বিশাল তথ্যভান্ডার বিশ্লেষণ করে সংবাদ উপস্থাপন করতে পারে। ফলে সময় বাঁচে, বাড়ে সংবাদ মান। তবে প্রযুক্তির এই গতিশীলতার মাঝেও মানবসম্পাদনার ভূমিকা অপরিহার্য, কারণ সংবেদনশীলতা, প্রেক্ষাপট ও নৈতিকতার ভারসাম্য এখনও মানুষের অভিজ্ঞ হাতেই সবচেয়ে নিরাপদ।