কক্সবাজারে টিএমজিবি’র পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত
শীতের মনোরম আবহাওয়ায় উৎসবমুখর পর্যটন নগরী ও বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)- এর বার্ষিক পারিবারিক মিলনমেলা। গত ১১ থেকে ১৩ ডিসেম্বর তিন দিনব্যাপী আয়োজিত বর্ণিল ও আনন্দঘন পারিবারিক মিলন মেলায় সংগঠনটির সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও অংশ নেন। প্রযুক্তি ও গণমাধ্যম অঙ্গনের পেশাজীবীদের পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক সংযোগ এবং পারিবারিক বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই মিলন মেলার আয়োজন করা হয়।