Post Date:
গণমাধ্যমকর্মীদের জন্য সাইবার নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ
গণমাধ্যমকর্মীদের ডিজিটাল লিটারেসি ও সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে সোমবার রাজধানীর একটি হোটেলে ডিজিটাল লিটারেসি ও সাইবার নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এ প্রশিক্ষণ কার্যক্রম আয়োজন করে। প্রশিক্ষণে বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের ৫০ জন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। সাইবার নিরাপত্তা, সাইবার বুলিং, গুজব, অনলাইন প্রাইভেসি, ডিজিটাল ফুটপ্রিন্ট ইত্যাদি বিষয়ে জ্ঞান গণমাধ্যম কর্মীদের জ্ঞানবৃদ্ধির লক্ষ্যেই এই আয়োজন করা হয়।